শুক্রবার
০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মোবাইল ব্যবহারে নিষেধ করায় কিশোরীর আত্মহত্যা

মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ০১:২৪ পিএম
7213
expand
ছবি প্রতীকী

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে মোবাইলে ভিডিও দেখতে নিষেধ করায় নদী আক্তার (১৪) নামে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার পুরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নদী আক্তার ওই গ্রামের মো. নাসির উদ্দিনের মেয়ে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় নদী মোবাইলে ভিডিও দেখছিল। এ সময় তার মা মোবাইল ব্যবহার করতে নিষেধ করেন। এতে অভিমান করে নদী নিজের ঘরে চলে যায়। কিছুক্ষণ পর পরিবারের লোকজন তাকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। দরজা ভেঙে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে টঙ্গিবাড়ী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, “লাশ উদ্ধার করা হয়েছে এবং একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন