শুক্রবার
০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

চবি ছাত্রদলের কমিটিতে পদ পাওয়া উখিয়ার নুরুল আলমকে গণসংবর্ধনা

উখিয়া-টেকনাফ প্রতিনিধি
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ১০:৩৩ পিএম
উখিয়ার নুরুল আলম
expand
উখিয়ার নুরুল আলম

কক্সবাজারের উখিয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নবগঠিত কমিটিতে পদপ্রাপ্ত স্থানীয় ছাত্রনেতা নুরুল আলমকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। সংবর্ধনাকে ঘিরে উখিয়া এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ ও বিপুল শোডাউন।

বৃহস্পতিবার বিকেলে উখিয়ার বিভিন্ন স্থান থেকে শত শত নেতাকর্মী মোটরসাইকেল ও মাইক্রোবাসের শোভাযাত্রা নিয়ে সংবর্ধনা স্থলে উপস্থিত হন। উখিয়ার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ছাত্রদল ও বিএনপিপন্থী নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দনের মাধ্যমে নুরুল আলমকে বরণ করে নেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নবগঠিত কমিটিতে নুরুল আলম যুগ্ম সাধারণ সম্পাদক

পদে মনোনীত হন। এ উপলক্ষে তাঁর সহপাঠী, রাজনৈতিক সহযোদ্ধা ও স্থানীয় দলীয় নেতাকর্মীরা এ গণসংবর্ধনার আয়োজন করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, নুরুল আলম উখিয়ার গর্ব। তিনি ছাত্র রাজনীতিতে সাহসী, মেধাবী ও সংগঠিত নেতৃত্বের প্রতীক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো জাতীয় পর্যায়ের রাজনীতিতে উখিয়ার প্রতিনিধিত্ব পাওয়া গর্বের বিষয়।নুরুল আলম তাঁর প্রতিক্রিয়ায় বলেন,

“এ ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। আমি ছাত্রদলের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ ও দলের জন্য কাজ করে যেতে চাই।”

অনুষ্ঠানস্থলে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় উখিয়া উপজেলা শ্রমিক দলের সভাপতি আবদুল মালেক মানিক, উখিয়া উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য নুরুল আমিন, বিএনপির নেতা জয়নাল মেম্বার, কৃষক দল নেতা ও ইউপি সদস্য কামাল উদ্দিন, উখিয়া উপজেলা যুবদলের সদস্য আনোয়ার সিকদার ও উখিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আমিনুল ইসলাম হিরু উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন