শুক্রবার
০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ক্ষমতায় যাওয়ার আগেই সহিংসতা শুরু করেছে বিএনপি: ফয়জুল করীম

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ০৮:৫৭ পিএম
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম
expand
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, বিএনপি এখনো ক্ষমতায় না যেতেই সহিংসতা শুরু করেছে।

তিনি বলেন, “নিজেদের মধ্যে সংঘাত ও খুনোখুনি চালিয়ে যাচ্ছে তারা। যারা নিজেদের লোকেরই নিরাপত্তা দিতে পারে না, তারা ক্ষমতায় গেলে সাধারণ মানুষের নিরাপত্তা কেমন থাকবে, তা অনুমান করা কঠিন।”

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে মুন্সীগঞ্জ শহরের পুরাতন কাচারি এলাকায় ডিসি পার্ক সংলগ্ন সড়কে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা শাখার উদ্যোগে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘জুলাই সনদ’ ভিত্তিক আগামী জাতীয় নির্বাচন, দ্বিকক্ষবিশিষ্ট সংসদে পিআর পদ্ধতি চালু, রাষ্ট্র সংস্কার এবং রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচার দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

ফয়জুল করীম বলেন, অতীতে দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দেখেছে— কিন্তু তারা জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে।

তাঁর ভাষায়, “জিয়াউর রহমান ছিলেন সৎ মানুষ, তাই তাঁর অবদানের প্রতি শ্রদ্ধা রেখেই মানুষ পরে খালেদা জিয়াকে ক্ষমতায় এনেছিল, কিন্তু ইতিবাচক ফল মেলেনি।

আবার শেখ মুজিবুর রহমানের কৃতিত্বের কারণেই ১৯৯৬ সালে শেখ হাসিনা ক্ষমতায় আসেন, কিন্তু তাঁর শাসনকালও দুর্নীতিমুক্ত হয়নি।”

তিনি আরও বলেন, “এই দুই দল মিলে দেশকে বারবার দুর্নীতির শীর্ষে নিয়ে গেছে। জনগণ তাদের পরীক্ষা শেষ করেছে, এখন ইসলামী আন্দোলনকে সুযোগ দিন— আমরা ভিন্ন রাজনীতি দেখাতে চাই।”

সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি শাহাদাত হোসেন। এ সময় কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন