

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বড়ইউড়ি ইউনিয়নের গুনই গ্রামে শিয়ালের কামড়ে তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর ) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন ওই গ্রামের ইদ্রিস আলীর পুত্র রুহান মিয়া (১১), শরিফ উদ্দিনের কন্যা সুলতানা (৫) এবং আব্দুল মালেকের কন্যা আদুফা (৩০)।
স্থানীয়রা জানান, বিকেলে হঠাৎ একটি শিয়াল গ্রামে ঢুকে পড়ে এবং লোকজনকে কামড়াতে শুরু করে। পরে গ্রামবাসীরা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, তিনজনকেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং ভর্তি হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, আক্রান্তদের চিকিৎসা সহায়তা এবং ঘটনার স্থানে নজরদারি অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন