শুক্রবার
০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার বোয়ালমারিতে সড়কে গাছ ফেলে ডাকাতি, আটক ১

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ০৮:৩৫ পিএম
চুয়াডাঙ্গার সড়কে গাছ ফেলে ডাকাতিকালে আটক ১
expand
চুয়াডাঙ্গার সড়কে গাছ ফেলে ডাকাতিকালে আটক ১

চুয়াডাঙ্গার বোয়ালমারিতে রাস্তায় গাছ ফেলে অস্ত্রের মুখে পথচারীদের কাছ থেকে নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) ভোরে এই ডাকাতির ঘটনা ঘটে। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে সন্ধ্যায় এক অস্ত্রধারীকে আটক করতে সক্ষম হয়েছে। ছিনতাই হওয়া অর্থের একটি অংশ উদ্ধার করেছে।

জানা যায়, বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে চুয়াডাঙ্গার বোয়ালমারী ইটভাটার কাছাকাছি রাস্তায় গাছ ফেলে ব্যারিকেড তৈরি করে ৪ জন অস্ত্রধারী যুবক। এ সময় পথচারীদের জিম্মি করে তাদের কাছ থেকে নগদ ২১ হাজার টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল ছিনিয়ে নেওয়া হয়।

খবরটি দ্রুত জানাজানি হলে চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান সহ পুলিশের একটি দল সকাল থেকেই তদন্ত ও অভিযানে নামে।

বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের হাজরাহাটি এলাকা থেকে ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে এনামুলের ছেলে রকিবুলকে আটক করে পুলিশ।

এসময় রকিবুলের কাছ থেকে ছিনতাই হওয়া সাড়ে ১৭ হাজার টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রকিবুল জানিয়েছে যে, সে সহ মোট চারজন এই ঘটনায় জড়িত ছিল। আটক রকিবুল আরো জানিয়েছে, তারা এর আগেও একই জায়গায় একাধিকবার একই ধরনের ডাকাতির ঘটনা ঘটিয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খালেদুর রহমান জানান , ঘটনার সঙ্গে জড়িত বাকি তিনজনকে আইনের আওতায় আনতে জোর অভিযান অব্যাহত রয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এই ধরনের কার্যক্রম চলমান থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন