শুক্রবার
০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুরের জয়দেবপুরে রেলওয়ের জমি দখলমুক্ত করতে স্থাপনা উচ্ছেদ

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ০৮:০৮ পিএম
জয়দেবপুরে রেলওয়ের জমি দখলমুক্ত করতে স্থাপনা উচ্ছেদ অভিযান
expand
জয়দেবপুরে রেলওয়ের জমি দখলমুক্ত করতে স্থাপনা উচ্ছেদ অভিযান

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন এলাকায় রেলওয়ের জমি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে প্রশাসন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরের পরে গাজীপুর সিটি কর্পোরেশন, বাংলাদেশ রেলওয়ে ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসকের একান্ত সচিব মোহাম্মদ ফিরোজ আল মামুন এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিয়া তাসনিম।

জানা যায়, দীর্ঘদিন ধরে জয়দেবপুর রেলওয়ে জংশনের আশপাশের রেলওয়ের জমিতে অবৈধভাবে গড়ে উঠেছিল বিভিন্ন দোকানপাট, ফলের স্টল, চায়ের দোকান, অস্থায়ী ঘরবাড়ি ও হাটবাজার। এসব অবৈধ স্থাপনা শুধু রেলওয়ের জমি দখলই করেনি, বরং পথচারী ও যাত্রীদের চলাচলেও বিঘ্ন ঘটাচ্ছিল।

রেলওয়ে কর্তৃপক্ষের অনুরোধে জেলা প্রশাসন ও সিটি করপোরেশন যৌথভাবে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে শতাধিক স্থাপনা ভেঙে ফেলা হয়। অনেক ব্যবসায়ী ও দখলদার নিজ উদ্যোগে আগেই দোকান ও ঘর থেকে মালামাল সরিয়ে নিতে দেখা যায়।

অভিযান পরিচালনার সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, রেলওয়ে পুলিশ এবং সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা ও প্রকৌশল বিভাগ উপস্থিত থেকে সহায়তা প্রদান করে।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিয়া তাসনিম বলেন,“রেলওয়ের জমিতে অবৈধভাবে গড়ে ওঠা কোনো স্থাপনা রাখা হবে না। জনস্বার্থ ও রেলওয়ের সুষ্ঠু পরিচালনার স্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।”

একইসঙ্গে সিটি করপোরেশনের প্রতিনিধি মোহাম্মদ ফিরোজ আল মামুন জানান,“সরকারি ও জনস্বার্থে এই অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতে যাতে পুনরায় কেউ রেলওয়ের জমি দখল না করতে পারে, সেজন্য নিয়মিত নজরদারি চালানো হবে।”

স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, রেলওয়ে এলাকার জমি দখলমুক্ত হওয়ায় পরিবেশ সুন্দর ও চলাচলের পথ সুগম হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন