শুক্রবার
০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কিশোরগঞ্জ-৫ আসনে শেখ মজিবুর রহমানের সমর্থনে ট্রেন আটকিয়ে গণমিছিল

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ০৮:০৫ পিএম
কিশোরগঞ্জে শেখ মজিবুর রহমানের সমর্থনে ট্রেন আটকিয়ে গণমিছিল
expand
কিশোরগঞ্জে শেখ মজিবুর রহমানের সমর্থনে ট্রেন আটকিয়ে গণমিছিল

দরজায় কড়া নাড়ছে জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন। সারাদেশে বইছে নির্বাচনী আমেজ, শুরু হয়েছে প্রার্থী ঘোষণা ও কর্মী সমাবেশের তোড়জোড়। ইতোমধ্যে জাতীয়তাবাদী দল বিএনপি দেশের বেশিরভাগ আসনে প্রার্থী ঘোষণা করেছে।

তবে এখনো কিছু আসন ঘোষণা বাকি রয়েছে—এর মধ্যে অন্যতম কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসন। এই আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে আলোচনায় রয়েছেন শেখ মজিবুর রহমান ইকবাল।

বৃহস্পতিবার বিকেলে শেখ মজিবুর রহমান ইকবালের সমর্থনে বাজিতপুর উপজেলার সরারচরে একটি বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়। সরারচর শিবনাথ উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি সরারচর বাজার প্রদক্ষিণ করে রেলগেট মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিল চলাকালে এক পর্যায়ে কিছু উৎসাহী সমর্থক কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী “কিশোরগঞ্জ এক্সপ্রেস” ট্রেন আটকে দেয়। পরে উপজেলা বিএনপি নেতা-কর্মীরা তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ট্রেন চলাচলের ব্যবস্থা করেন। প্রায় পাঁচ থেকে সাত মিনিট ট্রেনটি আটকে ছিল।

গণমিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাজিতপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির।

তিনি বলেন, অচিরেই কিশোরগঞ্জ-৫ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী হিসেবে শেখ মজিবুর রহমান ইকবালের নাম ঘোষণা করা হবে। যতদিন পর্যন্ত তার নাম ঘোষণা না হবে, আমরা রাজপথে থাকব। বাজিতপুর-নিকলীর জনগণ বিএনপি প্রার্থী হিসেবে শেখ মজিবুর রহমান ইকবাল ছাড়া কাউকে মেনে নেবে না।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আসন্ন নির্বাচনে কিশোরগঞ্জ-৫ আসনে শেখ মজিবুর রহমান ইকবাল ইতোমধ্যেই শক্ত অবস্থান তৈরি করেছেন। গণসংযোগ, কর্মী সমাবেশ ও তৃণমূলের সংগঠন গোছানোর মধ্য দিয়ে তিনি স্থানীয় বিএনপি নেতাকর্মীদের উজ্জীবিত করে তুলেছেন।

নির্বাচন ঘনিয়ে আসায় বাজিতপুর-নিকলীর রাজনৈতিক অঙ্গন এখন বেশ সরগরম। এলাকাজুড়ে আলোচনা একটাই—বিএনপি কি এবার শেখ মজিবুর রহমান ইকবালকেই মাঠে নামাবে?

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন