

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় শিশু-কিশোর সংগীত প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি অনুষ্ঠানে ৬ষ্ট স্থানে জায়গা করে নিয়েছে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার প্রিয়ম সাহা। লোকসংগীত ক্যাটাগরীতে এই স্থান অর্জন করে প্রিয়ম । চতুর্থ শ্রেণিতে পড়ুয়া ক্ষুধে এই শিক্ষার্থী প্রিয়ম সাহার গান নজর কেড়েছে নতুন কুড়িঁতে অনুষ্ঠানের বিচারকদের। তার গানে মুগ্ধ দর্শকরাও।
এমন সফলতায় প্রশংসায় ভাসছে প্রিয়ম সাহা । উপজেলার পোড়াকান্দুলিয়া ইউনিয়নের সাহাপাড়া গ্রামের গৌতম সাহা ও সিক্তা সাহা দম্পতির দ্বিতীয় সন্তান প্রিয়ম। মা সিক্তা সাহা সংগীতের শিক্ষক হওয়ায় জন্মের পর থেকেই তার মাঝে গানের প্রতি ব্যাপক আগ্রহ দেখা যায়।
বাবা মায়ের সাথেই গ্রামের বাড়ি সাহাপাড়ায় বসবাস এবং গানের চর্চা করে প্রিয়ম। এছাড়াও ৫ বছর বয়সে দেশের তরুণ জনপ্রিয় সংগীত শিল্পী অনিমেষ রায়ের সাথে "বড় লোকের বেটিলো লম্বা লম্বা চুল" গান গেয়ে ভাইরাল হয়।
ক্ষুধে সংগীত শিল্পী প্রিয়ম সাহা জানায়, অনুষ্ঠানে বিচারক মন্ডলী ও মিউজিশিয়ানরা আমাকে আশীর্বাদ করেছে। আমি বড় হয়ে দেশসেরা শিল্পী হতে চাই।
বিচারক মন্ডলীরা জানান, দারুণ গান গেয়েছে প্রিয়ম। ওর নাম যেমন প্রিয়ম তেমনি ভাঙ্গে না প্রেকটিসের নিয়ম। প্রিয়ম সাহার বাবা গৌতম সাহা বলেন, ছেলের সফলতায় আমি গর্বিত। সে যেন বড় হয়ে ভালো মানের একজন সংগীত শিল্পী হয় সেজন্য সবার আশীর্বাদ চাই।
মন্তব্য করুন