শুক্রবার
০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরবনে অস্ত্রসহ দুলাভাই বাহিনীর এক সদস্য গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ০৬:০৬ পিএম
সুন্দরবনের কুখ্যাত দস্যু দুলাভাই বাহিনীর এক সদস্যকে অস্ত্র ও গুলিসহ আটক
expand
সুন্দরবনের কুখ্যাত দস্যু দুলাভাই বাহিনীর এক সদস্যকে অস্ত্র ও গুলিসহ আটক

সুন্দরবনের কুখ্যাত দস্যু দুলাভাই বাহিনীর এক সদস্যকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

আটক ব্যক্তির নাম কামরুল সরদার (৫৫)। তিনি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বাসিন্দা।

কোস্ট গার্ড সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় দুলাভাই বাহিনীর সদস্যরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে খুলনার দাকোপ থানার অন্তর্গত সুন্দরবনের কুমড়োকাঠি খালসংলগ্ন এলাকায়। খবর পেয়ে মোংলা কোস্ট গার্ড বেইসের একটি বিশেষ দল ভোরে সেখানে অভিযান চালায়।

অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা বনের ভেতরে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে একনলা বন্দুক, তিন রাউন্ড তাজা কার্তুজ ও সাত রাউন্ড ফাঁকা কার্তুজসহ একজনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, দীর্ঘদিন ধরে দুলাভাই বাহিনীর সঙ্গে থেকে সুন্দরবনের বিভিন্ন এলাকায় ডাকাতির সঙ্গে যুক্ত ছিলেন।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, আটক কামরুল সরদার ও উদ্ধার করা অস্ত্র–গুলির বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন