

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বরগুনা সদর উপজেলা কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় রবি মৌসুমে সরিষা, গম, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ ও মসুর ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে বরগুনা সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কৃষি অধিদপ্তরের আয়োজনে এক আলোচনা সভা শেষে ১,৪৪০ জন প্রান্তিক কৃষকের মাঝে এ প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াছিন আরাফাত রানা। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কৃষিবিদ সাবিহা রহমান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াছিন আরাফাত রানা বলেন, সরকার কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও আর্থিকভাবে স্বাবলম্বী করতে নানা ধরনের সহায়তা দিচ্ছে। প্রাপ্ত বীজ ও সার সঠিকভাবে ব্যবহার করলে কৃষকরা ভালো ফলন পাবেন।
কৃষিবিদ সাবিহা রহমান বলেন, রবি মৌসুমে কৃষকদের উৎপাদনশীলতা বাড়াতে এ প্রণোদনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা মাঠ পর্যায়ে কৃষকদের নিয়মিত পরামর্শ ও সহায়তা প্রদান করব।
অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন