

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) শিক্ষকতার মানোন্নয়ন, নৈতিকতা ও প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি বিষয়ে এক গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স কক্ষে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।
“শিক্ষকতা পেশায় নৈতিকতা, পেশাগত দক্ষতা ও প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি” শীর্ষক কর্মশালায় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ রোকনুজ্জামান প্রধান অতিথি ও মূল বক্তা হিসেবে উপস্থিত থেকে বলেন, “শিক্ষকরা জাতি গঠনের অগ্রদূত। তাঁদের নৈতিক মূল্যবোধ ও দক্ষতা যত বেশি দৃঢ় হবে, শিক্ষার্থীদের মাঝে তত বেশি ইতিবাচক প্রভাব ফেলবে।”
বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, “শিক্ষকতার মতো মহৎ পেশায় আত্মশুদ্ধি, শৃঙ্খলা ও দায়িত্ববোধ অপরিহার্য।”
কর্মশালায় আলোচকেরা সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮, প্রশাসনিক আচরণ, পেশাগত শিষ্টাচার ও দায়িত্ববোধের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
আইকিউএসি’র ভারপ্রাপ্ত পরিচালক সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ শাহজালালের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় শিক্ষকরা নৈতিকতা ও দক্ষতা উন্নয়নের পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমে আরও স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের অঙ্গীকার ব্যক্ত করেন।
মন্তব্য করুন