

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় সেবাদানকারী সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে এনজিও জাগোনারীর উদ্যোগে 'বাল্যবিবাহ প্রতিরোধ, নদীভাঙন, কৃষিখাতের উন্নয়ন, দুর্যোগ প্রস্তুতি ও পরবর্তী করণীয়, জলবায়ু পরিবর্তন, নারীর ক্ষমতায়ন, উন্নতমানের শিক্ষা ও বিশুদ্ধ পানি সরবরাহসহ নানা বিষয়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
জাগোনারী ‘প্রদৃপ্ত’ প্রকল্প ও জাতীয় পর্যায়ে স্বেচ্ছাসেবী সংগঠন VERC এর (আওতায় আজ বৃহস্পতিবার (০৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের হলরুমে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিব দাস পুরকায়স্থ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা দেবাশীষ ঘোষ, সিনিয়র প্রজেক্ট অফিসার (প্রদৃপ্ত) ভূইয়া মো. ফরিদ উদ্দীনসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও স্থানীয় প্রতিনিধি।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, ‘আগামীর দিনে কৃষিনির্ভর রাঙ্গাবালী গড়ে তুলতে উপজেলা কৃষি অফিস সর্বোচ্চ সহযোগিতা করবে। কৃষকেরা যেন ন্যায্য মূল্যে সার, বীজসহ সব ইনপুট ক্রয় করতে পারে, তা নিশ্চিত করা হবে।’
সভায় সভাপতির বক্তব্যে ইউএনও রাজিব দাস পুরকায়স্থ বলেন, ‘রাঙ্গাবালী একটি দ্বীপাঞ্চল। এখানকার মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত ও মৌলিক চাহিদা থেকে বঞ্চিত। উপজেলা প্রশাসন ভবিষ্যতে এ অঞ্চলের মানুষের পাশে থেকে সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কাজ করবে।’
তিনি আরও বলেন, ‘জাগোনারী একটি বেসরকারি উন্নয়ন সংস্থা, যা উপকূলীয় অঞ্চলে নারী ক্ষমতায়ন, স্বাস্থ্য, শিক্ষা, দুর্যোগ ঝুঁকি প্রশমন ও জলবায়ু পরিবর্তন অভিযোজন নিয়ে কাজ করছে। তাদের এ উদ্যোগ প্রশংসনীয়।’
সভায় জাগোনারী ও VERC-এর যৌথ উদ্যোগে স্থানীয় উন্নয়ন ও সেবার মানোন্নয়নে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা হয়।
মন্তব্য করুন