শুক্রবার
০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

তিস্তা মহাপরিকল্পনার বিরোধীরা জাতির শত্রু: দুলু

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ০৫:০০ পিএম
তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক আসাদুল হাবিব দুলু
expand
তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক আসাদুল হাবিব দুলু

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিপক্ষে যারা অবস্থান নেবে তারা জাতির শত্রু, রংপুরের শত্রু, তিস্তা পাড়ের শত্রু বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক আসাদুল হাবিব দুলু।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে লালমনিরহাটের বড়বাড়িতে জেন-জি আয়োজিত “তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ফ্ল্যাশমব প্রদর্শনী” শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

দুলু বলেন, “তিস্তা নদী রক্ষা আন্দোলন কোনো রাজনৈতিক আন্দোলন নয়, এটি আমাদের সামাজিক আন্দোলন। এই আন্দোলনে রংপুর অঞ্চলের দুই কোটি মানুষ যুক্ত হয়েছে। আজ জেন-জি আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়েছে, এতে আন্দোলনে নতুন মাত্রা যুক্ত হয়েছে।”

তিনি আরও বলেন, “সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে নানা গড়িমসি করছে। সরকারের উপর চাপ রাখতেই আমরা ধারাবাহিক কর্মসূচি দিয়ে যাচ্ছি। রংপুরের মানুষের আকাঙ্ক্ষা থেকে বলতে চাই কোনো পরিবেশবাদী বা সুবিধাবাদী ব্যক্তির কথায় যেন কেউ দুই কোটি মানুষের স্বপ্নের বিপক্ষে অবস্থান না নেয়।”

এসময় দুলু হুঁশিয়ারি দিয়ে বলেন, “তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ দ্রুত শুরু না হলে বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন