শুক্রবার
০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ভারত যদি সত্যিকারের বন্ধু হতো, হত্যাকারীদের আশ্রয় দিত না: হারুনুর রশিদ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ১২:৫১ পিএম
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ
expand
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ বলেছেন, “ভারত যদি বাংলাদেশের সত্যিকারের বন্ধু হতো, তাহলে আমাদের দেশের হত্যাকারী, গুম ও বিচারবহির্ভূত হত্যার দায়ীদের আশ্রয় দিত না। তারা এসব অপরাধীদের বাংলাদেশে ফেরত দিত এবং ন্যায়বিচারের পথ সুগম করত।”

তিনি আরও বলেন, “বন্ধুত্বের নাম করে যারা প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে, অন্যায়কে প্রশ্রয় দেয়, তারা আসলে বন্ধু নয়— সুযোগসন্ধানী। এদেশের মানুষ এখন এসব ভণ্ডামি বুঝে ফেলেছে।”

বুধবার (৫ নভেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সরকারি মডেল হাইস্কুল মাঠে বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

হারুনুর রশিদ বলেন, “যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, বিভ্রান্তি ছড়াচ্ছে— তারা জনগণের বন্ধু নয়। জামায়াত এখন মুনাফিক তৈরির কারখানায় পরিণত হয়েছে। এদেশের মানুষ সেই ভণ্ড রাজনীতি আর মেনে নেবে না।”

পদ্মা নদীতে ন্যায্য পানি বণ্টনের দাবিতে আয়োজিত এ সমাবেশ ধীরে ধীরে রূপ নেয় নির্বাচনী জনসভায়। ‘চলো জি ভাই, হাঁরঘে পদ্মা বাঁচাই— পদ্মা বাঁচাতে আমরা ঐক্য গড়ি’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো মাঠ।

শিবগঞ্জ উপজেলা বিএনপি ও পৌর বিএনপি আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল হক। প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. শাহজাহান মিয়া। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সাংসদ আমিনুল ইসলাম।

বক্তারা এ সময় পদ্মা নদীর ন্যায্য পানি বণ্টন, নদী ও পানি সম্পদ সংরক্ষণ, অবৈধ দখল রোধ এবং স্থানীয় মানুষের জীবিকা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। এর আগে দুপুরের পর থেকেই সমাবেশস্থলে নেতাকর্মীদের ঢল নামে। ধানের শীষের স্লোগান, মিছিল ও পতাকায় মুখরিত হয়ে ওঠে পুরো মাঠ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন