শুক্রবার
০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

হিমালয়ের পাদদেশ ঘেঁষা লালমনিরহাটে নেমেছে শীতের আগমনী ছোঁয়া

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ০৯:২৯ এএম
হঠাৎ করেই ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাট। ছবি: এনপিবি
expand
হঠাৎ করেই ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাট। ছবি: এনপিবি

উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাট যেন হঠাৎ করেই ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে। হিমালয়ের পাদদেশ ঘেঁষা এ জেলায় ভোর রাত থেকেই বইছে ঠান্ডা হাওয়া, চারপাশে জুড়ে ছড়িয়ে পড়েছে শীতের আগমনী আমেজ।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) ভোরে লালমনিরহাট উপজেলা মেডিকেল মোড়'সহ আশপাশের এলাকায় ঘন কুয়াশায় ঢেকে যায় পুরো অঞ্চল।

এর আগে রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশার সঙ্গে বইতে থাকে ঠান্ডা হাওয়া। এতে চারপাশে তৈরি হয় একদম শীতের আগমনী পরিবেশ, পুরো জেলাজুড়ে বিরাজ করে শীতের আমেজ।

ভোরে কাজে বের হতে বিড়ম্বনায় পড়ছেন দিনমজুর ও শ্রমজীবী মানুষরা। কুয়াশার ঘনত্ব এতটাই যে দিনের বেলাতেও যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দা মাজহারুল ইসলাম রিফাত বলেন, উত্তরের জেলা লালমনিরহাটে প্রতি বছরই হিমালয় কাছাকাছি হওয়ায় শীত আগে থেকেই নামতে শুরু করে। আজ ভোর থেকে শুরু করে সকাল ৭টা পর্যন্ত যানবাহন গুলো হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাচ্ছিল। কুয়াশা পড়া মানেই শীত এসে গেছে।

কুড়িগ্রাম আবহাওয়া অফিস জানায়, তাপমাত্রা ধীরে ধীরে কমছে, যা শীত মৌসুমের আগমনকে ইঙ্গিত দিচ্ছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আগামী কয়েকদিন সকাল বেলা কুয়াশার পরিমাণ আরও বাড়বে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন