

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


২০১৩ সালের ফেব্রুয়ারিতে রংপুর মেডিকেলে চিকিৎসাধীন বাবাকে দেখতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন আমিরুল ইসলাম (৫২)। এরপর দীর্ঘ ১২ বছর পর ফিরে এসেছেন নিজের বাসায়। যুবক বয়সে মাথায় আঘাত পাওয়ায় মাঝে মধ্যেই ভুলে যাওয়ার সমস্যায় ভুগতেন আমিরুল।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের মাহৎপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা পেষু মোহাম্মদের ছেলে আমিরুল ইসলাম।
নিখোঁজের পর বড় ভাই আনসারুল ইসলাম পোস্টার, পত্রিকা বিজ্ঞাপন, থানায় জিডি, এমনকি স্থানীয় ক্যাবল টিভিতেও প্রচারণা চালিয়ে তাকে খুঁজে বের করার চেষ্টা করলেও কোনো সন্ধান পাননি।
অবশেষে গত (২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমের একটি ভিডিওর মাধ্যমে জানতে পারেন মেহেরপুর সদর উপজেলার মনিরামপুর এলাকায় অবস্থান করছেন তার ভাই। পরে মোবাইলে যোগাযোগ করে নিশ্চিত হয়ে তাকে বাড়িতে নিয়ে আসেন আমিরুলের পরিবার।
দীর্ঘদিন পর ভাইকে ফিরে পেয়ে খুশিতে আত্মহারা পরিবারের সদস্যরা। পরিবারের স্বজনেরা জানান, ফিরে আসা আমিরুল শারীরিকভাবে অসুস্থ থাকায় চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে তার ফেরার খবর এলাকাজুড়ে ছড়িয়ে পড়লে তাকে দেখতে ভিড় জমাতে শুরু করেন স্থানীয়রা। আমিরুল নিখোঁজ থাকা অবস্থায় চলতি বছরের ৪ জানুয়ারি বাবা বীর মুক্তিযোদ্ধা পেষু মোহাম্মদ মারা যান। তবে এখনো আমিরুলকে বাবার মৃত্যুর খবর জানান হয়নি।
এ বিষয়ে বড়ভাই আনসারুল ইসলাম জানান, ‘দিনাজপুরে গাড়ী মেরামতের কাজ করতো আমিরুল। সেখানে তার ওস্তাদ মাথায় রেঞ্জ দিয়ে বাড়ী দিলে আঘাত পায়। এরপর থেকে মাঝে মধ্যেই ভুলে যাওয়ার অভ্যাস ছিল আমিরুলের। পরে বাড়ীতে ফিরে কৃষি কাজ করছিল সে। বিয়েও দিয়েছিলাম, কিন্তু স্ত্রী সুন্দরী হওয়ায় ছয় মাস পর সহজ-সরল ভাইটাকে রেখে চলে যায়। এরপর বাবাকে নিয়ে রংপুরে চিকিৎসাধীন ছিলাম দেড়মাস। তখনই বাবাকে দেখতে বেরিয়ে নিখোঁজ হয় সে। পরে আর খুজে পাওয়া যায়নি। আজ ‘যখন ১২ বছর পর আমার সামনে আমিরুলকে আনা হলো, বলা হলো কে এই লোক, চিনো? এক থেকে দেড় মিনিট পর ভাই বলে চিৎকার দিয়ে বুকে ঝাপিয়ে পড়লো। এতদিন পর ভাইকে দেখা, মুখে ভাই ডাক শোনার যে, কি আনন্দ এটা মুখে বলে বোঝানো সম্ভব নয়।’
বালিয়াডাঙ্গী থানার ওসি দুরুল হোদা জানান, পরিবারের পক্ষ থেকে থানায় এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি। তবে দীর্ঘদিন পর পরিবারের কাছে আমিরুল ফিরে আসা নিঃসন্দেহে সুখবর।
মন্তব্য করুন