বুধবার
০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কালীগঞ্জের মাটিতে অতিথি পাখির ঠাই নাই

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ০৮:২২ পিএম
কালীগঞ্জে বিএনপির নির্বাচনী মিছিল
expand
কালীগঞ্জে বিএনপির নির্বাচনী মিছিল

ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজের নির্দেশে ধানের শীষের পক্ষে এক বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে।

৫ই নভেম্বর বিকাল ৪টার দিকে কালীগঞ্জ বিএনপি দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

মিছিলে অংশগ্রহণ করেন উপজেলা ও পৌর বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী। হাতে ধানের শীষের প্রতীক আর শ্লোগানে মুখরিত ছিল পুরো কালীগঞ্জ শহর।

সমাবেশে বক্তারা বলেন, কালীগঞ্জের মাটি গণতন্ত্রের দুর্গ, এখানে কোনো অতিথি পাখির ঠাঁই নেই। তারা আরও বলেন, “সবার আগে কালীগঞ্জ, সবার আগে ঝিনাইদহ — জনগণের ভোটে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।”

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সাহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী জিন্নাহ, আনোয়ার হোসেন, জাবেদ আলী, মোশারফ হোসেন মোশা, ওয়াহেদ আলী লস্করসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন