বুধবার
০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কোচ সম্প্রদায়ের ১০ শিক্ষার্থীকে অর্থ সহায়তা দিলেন জেলা প্রশাসক

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ০৮:০৫ পিএম
১০ জন শিক্ষার্থীকে জেলা প্রশাসকের অর্থ সহায়তা
expand
১০ জন শিক্ষার্থীকে জেলা প্রশাসকের অর্থ সহায়তা

টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে কোচ সম্প্রদায়ের ১০জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে দশ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

এ সহায়তা প্রদান করেন বিদ্যানুরাগী জেলা প্রশাসক শরীফা হক, যিনি বরাবরই জেলার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষার অগ্রযাত্রায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সহায়তা প্রাপ্ত শিক্ষার্থীরা তাদের প্রত্যেকেই শিক্ষাজীবনে আর্থিক সংকটের কারণে ঝরে পড়ার ঝুঁকিতে ছিল। জেলা প্রশাসকের এমন সহায়তা তাদের শিক্ষাজীবনে নতুন উদ্দীপনা ও প্রেরণা এনে দিয়েছে।

প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, শিমুলী রানী কোচ, সুবর্ণা রানী কোচ, নুপুর রানী কোচ, সঞ্চিতা রানী কোচ, অনিতা রানী কোচ, মুক্তি রানী কোচ, লতা রানী কোচ, শিপা রানী কোচ, চৈতি রানী কোচ এবং প্রকাশ চন্দ্র কোচ। তারা সকলেই জেলার বিভিন্ন স্কুল ও কলেজে অধ্যয়নরত।

এবিষয়ে জেলা প্রশাসক শরীফা হক বলেন, “টাঙ্গাইলের কোনো পিছিয়ে পড়া গোষ্ঠীর শিক্ষার্থী যেন আর্থিক সীমাবদ্ধতার কারণে পড়াশোনা থেকে ছিটকে না পড়ে সেজন্য জেলা প্রশাসন সবসময় তাদের পাশে থাকবে।”

তিনি আরও জানান, এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সমাজের অনগ্রসর জনগোষ্ঠীর সন্তানদের উচ্চশিক্ষায় আগ্রহী করে তুলবে।

স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক এবং অভিভাবকরা জেলা প্রশাসনের এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন