বুধবার
০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

২৩ দিন পর জীবিত উদ্ধার ৫ অপহৃত

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ০৭:৩৫ পিএম
চুয়াডাঙ্গায় ২৩ দিন পর জীবিত উদ্ধার ৫ অপহৃত
expand
চুয়াডাঙ্গায় ২৩ দিন পর জীবিত উদ্ধার ৫ অপহৃত

স্বর্ণ চোরাচালানকে কেন্দ্র করে দীর্ঘ ২৩ দিন ধরে নিখোঁজ থাকা পাঁচজনকে অবশেষে উদ্ধার করেছে চুয়াডাঙ্গা জেলা পুলিশ।

বুধবার (৫ নভেম্বর) সকালে যশোরের ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের কুল্লা গ্রামের এক নির্জন খামারবাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধারকৃতদের মধ্যে একজনের হাতের চারটি আঙুল কেটে ফেলা হয়েছে। অপহৃতদের ওপর চলেছে অমানবিক নির্যাতন।

বুধবার সন্ধ্যায় জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের জানান, চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলার নির্দেশে ডিবি, সাইবার ক্রাইম ইউনিট ও পুলিশের বিশেষ টিমের সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ঘটনাস্থল থেকে অপহৃতদের পাহারারত অবস্থায় বিল্লাল হোসেন (৪০) ও তার স্ত্রী সাগরিকা খাতুন (২৮)-কে গ্রেপ্তার করা হয়। এছাড়া অপহৃতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া গ্রাম্য ডাক্তার বিকাশ দেবনাথকেও হেফাজতে নেওয়া হয়েছে। তবে খামারবাড়ির মালিক রেজাউল ইসলাম ও তার সহযোগী আব্দুল গফ্ফার পালিয়ে যায়।

অপহৃতদের জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, ৫০ পিস স্বর্ণের বার নিখোঁজ হওয়াকে কেন্দ্র করে এই অপহরণ ও নির্যাতনের ঘটনা ঘটে। ওই স্বর্ণের মালিকপক্ষের নির্দেশে শফিকুল ইসলাম নামের এক ব্যক্তির চারটি আঙুল কেটে ফেলা হয় বলে জানা গেছে। অতিরিক্ত পুলিশ সুপার জানান, গত ১২ ও ১৩ অক্টোবর জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের শফিকুল ইসলাম (৩৫), আনারুল ইসলাম (৫০), হাসান মিয়া (২৬), আবুল হোসেন (২৭) ও স্বপন ইসলাম (৪৪) নামের পাঁচজনকে অপহরণ করা হয়।

এ ঘটনায় ২১ অক্টোবর হাসান মিয়ার বাবা শওকত আলী বাদী হয়ে জীবননগর থানায় একটি অপহরণ মামলা (নম্বর-০৮/২০২৫) দায়ের করেন। মামলায় আব্দুল মজিদ, মিজানুর রহমান রুবেল, লালন মণ্ডল, আব্দুস সামাদ, বিপ্লব হোসেন ও শাহিনসহ কয়েকজনকে আসামি করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ অক্টোবর গয়েশপুর সীমান্ত দিয়ে ৫ কেজি স্বর্ণ ভারতে পাচারের কথা ছিল। ওই স্বর্ণের চালান হারিয়ে যাওয়ার পর ভারতীয় চোরাকারবারিরা চাপ সৃষ্টি করে সোনা উদ্ধারের জন্য। এরপরই অপহরণের ঘটনা ঘটে।

৩ নভেম্বর বিভিন্ন পত্র-পত্রিকায় এ বিষয়ে প্রতিবেদন প্রকাশের পর নড়েচড়ে বসে পুলিশ। মঙ্গলবার (৪ নভেম্বর) জীবননগর থেকে দুজন সন্দেহভাজনকে আটক করলে তাদের তথ্যের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে পাঁচজনকে উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে জামাল আল নাসের বলেন, 'এই ঘটনার মূলহোতারা এখনও পলাতক। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। উদ্ধারকৃতরা চিকিৎসাধীন আছেন এবং তদন্তের স্বার্থে সব তথ্য এখনই প্রকাশ করা যাচ্ছে না।'

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন