বুধবার
০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদপুরে নকল প্রসাধনী তৈরি করায় কারখানা মালিকের জরিমানা 

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ০৭:১৪ পিএম
চাঁদপুরে নকল প্রসাধনী তৈরি করায় কারখানা মালিকের জরিমানা 
expand
চাঁদপুরে নকল প্রসাধনী তৈরি করায় কারখানা মালিকের জরিমানা 

চাঁদপুর শহরের বাবুরহাট বিসিকে প্রসাধনীর কারখানায় বিদেশি ব্রান্ডের সাবান ও শ্যাম্পু নকল উৎপাদন করায় ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (৫ নভেম্বর) বিকেলে যৌথ বাহিনীর সহায়তায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান ।

তিনি বলেন, বিসিক শিল্প নগরী এলাকায় অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে কারখানায় বিদেশি ব্রান্ডের সাবান ও শ্যাম্পু নকল উৎপাদন করায় জে এস কনজুমার এন্ড নিউট্রি কেয়ার লিমিটেড এর মালিককে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও করা হয়।

অভিযুক্ত প্রতিষ্ঠানের সত্তাধিকারী জসিম উদ্দিন পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এসময় নকল ব্র‍্যান্ডের সাবান ও শ্যাম্পু ধ্বংস করা হয়। বিসিকের সহকারী মহাব্যবস্থাপক মো: শাহরিয়ার খান এবং যৌথ বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে।

জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা‌।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন