বুধবার
০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুরে ৩৭ টি রুগ্ন ঘোড়া ও ৫ মণ ঘোড়ার মাংস উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ০৭:১২ পিএম
গাজীপুরে ৩৭ টি রুগ্ন ঘোড়া ও ৫ মণ ঘোড়ার মাংস উদ্ধার
expand
গাজীপুরে ৩৭ টি রুগ্ন ঘোড়া ও ৫ মণ ঘোড়ার মাংস উদ্ধার

গাজীপুরের হায়দ্রাবাদ এলাকায় অবিযান চালিয়ে ৩৭টি রুগ্ন ঘোরা ও ৫ মণ ঘোরার মাংস উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার রাত ১১ টার দিকে র‍্যাব ১ এর একটি দল অভিযান চালিয়ে ঘোড়ার মাংস উদ্ধার করে। ভেতরে নিষিদ্ধ ঘোড়া জবাই হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে স্থানীয় প্রাণী সম্পদ কর্মকর্তা, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মেট্রোপলিটন পুলিশ নিয়ে সমন্বয়ে অভিযান পরিচালিত হয়।

জানা যায়, অভিযুক্ত শফিকুল ইসলাম বাহির থেকে তালা মেরে।ভেতরে ঘোড়া জবাই করছিলেন। তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে কাউকে পাওয়া যায়নি তবে সেখানে ৩৭টি রোগাক্রান্ত জীবিত ঘোড়া ও ৫ মণ ঘোড়ার মাংস জব্দ করা হয়। গত এক বছর যাবৎ এই এলাকায় ঘোরার মাংস বিক্রি করা হচ্ছে। একাধিকার অভিযান করা হলেও তাদের কার্যক্রম গোপনে চলমান রেখেছে।

গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহম্মেদ জানান, জবাই করে মাংস বিক্রির উদ্দেশ্যেই ঘোড়াগুলো এখানে আনা হয়েছিল, যেহেতু ঘটনাস্থল থেকে কাউকে আটক করা যায়নি তাই উদ্ধারকৃত ঘোড়া এবং জব্দকৃত ঘোড়ার মাংসগুলো স্থানীয় একজনের জিম্মায় রাখা হচ্ছে, আগামীকাল সকালে সেগুলোকে গাজীপুর প্রাণিসম্পদ অধিদপ্তরের কাছে হস্তার করা হবে।

গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেনারি হাসপাতালের ভেটেনারি সার্জন হারুন রোমান জানান, ঘোড়াগুলোর অধিকাংশ রুগ্ণ এবং ঘোড়ার মাংসে টক্সিন রয়েছে, যা মানব দেহের জন্য ক্ষতিকর। তাই এই ঘোড়ার মাংস ক্রয় এবং খাওয়া থেকে সবাইকে বিরত থাকার জন্য পরামর্শ দেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন