

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


এই ১৭ বছর যারা আন্দোলন-সংগ্রামে জড়িত ছিল, যারা এ দেশের জনগণের পাশে ছিল- চূড়ান্ত বিবেচনায় তাদেরই মনোনয়ন দেওয়া হবে বলে আমি আশাবাদী এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।
বুধবার (৫ নভেম্বর) দুপুর ২টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ ও পথসভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মীর সরফত আলী সপু বলেন, দল আগেই জানিয়েছে- যারা ত্যাগী, রাজপথে আছে এবং জনগণের পাশে থেকেছে, দল তাদেরই মূল্যায়ন করবে। আমি বিশ্বাস করি জনগণ যাকে চায়, দল তাকেই মনোনয়ন দেবে। জনগণের ওপরে আর কোনো শক্তি নেই।
তিনি আরও বলেন, ২৪ জুলাইয়ের আন্দোলনে আমরা দেখেছি জনগণের শক্তির কাছে কিভাবে হাসিনা পরাজিত হয়েছিল। জনগণই মূল শক্তি। বিএনপিকে বারবার রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছে জনগণই। জনগণের ভালোবাসাতেই এতো ষড়যন্ত্রের পরেও বিএনপি এখনো দেশের সবচেয়ে জনপ্রিয় দল।
এসময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব মোমিন আলী, আব্দুল কুদ্দুস ধীরন, আওলাদ হোসেন উজ্জ্বল, জসিম মোল্লা, শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম, শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন খান খোকন ও আওলাদ হোসেন, সাবেক সদস্য সচিব আলী আনছার মোল্লা, মুন্সীগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স নাদিম ও মাসুদ রানা এবং জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মন্তব্য করুন