

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর বিশেষ অভিযানে বিপুল পরিমানে মদ ও ইয়াবা ট্যাবলেট আটক করছে বিজিবি। তবে তাৎক্ষণিকভাবে এসব মাদকের পরিসংখ্যান জানাতে পারেনি তারা।
বুধবার (৫ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।
এর আগে মঙ্গলবার রাতে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর বিশেষ আভিযানিক দল দায়িত্বপূর্ণ ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ও কণ্যামতি নামক এলাকায় অভিযান পরিচালনা করে এসব মদ ও ইয়াবা ট্যাবলেট আটক করতে সক্ষম হয় বিজিবি। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়েছে মাদক কারবারিরা।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি জানান, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানী পণ্য পাচাররোধে সদর দপ্তর বর্ডার গার্ড বাংলাদেশ এর নির্দেশনা মোতাবেক কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) জিরো টলারেন্স নীতি অবলম্বন করে থাকে।
এছাড়াও অত্র ব্যাটালিয়নের সদস্যগণ কুড়িগ্রাম জেলার দায়িত্বপূর্ণ সীমান্তে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত, চোরাচালান প্রতিরোধসহ সকল প্রকার অবৈধ অনুপ্রবেশরোধে বদ্ধপরিকর।
মন্তব্য করুন