

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে আব্দুল করিম (৬৮) নামের এক বীর মুক্তিযোদ্ধাকে গাছে বেঁধে গলায় জুতার মালা পরিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পাগলা থানার মুখী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর বাবা রাতে থানায় লিখিত অভিযোগ দিলে সেটি মামলা হিসেবে নথিভুক্ত করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুক্তিযোদ্ধা আব্দুল করিম মুখী গ্রামের বাসিন্দা। মঙ্গলবার সকালে একই এলাকার এক কিশোরী (১৬)-কে একা পেয়ে যৌন নির্যাতনের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে করিমকে ধরে ফেলেন।
পরে তাঁকে গাছে বেঁধে গলায় জুতার মালা পরিয়ে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস আলম এনপিবি নিউজকে বলেন, ‘অভিযুক্ত মুক্তিযোদ্ধা করিমের বিরুদ্ধে কিশোরীর বাবা মামলা করেছেন।
আগেও তাঁর বিরুদ্ধে এমন ঘটনার অভিযোগ উঠেছিল। এমনকি স্থানীয়রা একবার তাঁর চুল-দাড়িও কেটে দিয়েছিল। তাঁর ছেলেও ধর্ষণ মামলার আসামি হিসেবে নিয়মিত আদালতে হাজিরা দিচ্ছেন।
তিনি আরও বলেন, পুলিশ যখন আব্দুল করিমকে থানায় নিয়ে আসে, তখন তাঁর গলায় জুতার মালা ছিল না। সম্ভবত তার আগেই কেউ সেটা পরিয়ে দেয়।
যৌন নির্যাতনের ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে রাতে লিখিত অভিযোগ দেন, যা পরেই মামলা হিসেবে রেকর্ড করা হয়। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।”
ওসি আরও জানান, এ ঘটনায় কোনো রাজনৈতিক ব্যক্তির সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। মামলার তদন্ত চলছে।
ঘটনার পর মুক্তিযোদ্ধাকে গাছে বেঁধে রাখার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
মন্তব্য করুন