

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বগুড়ায় এক বেকারি ব্যবসায়ীকে হত্যা মামলায় স্ত্রী ও খালাতো ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরকীয়ার সম্পর্ক ও পারিবারিক বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক তদন্তে ধারণা করছে পুলিশ।
নিহত ব্যবসায়ীর নাম জহুরুল ইসলাম (৪৫)। তিনি বগুড়া সদর উপজেলার নূনগোলা ইউনিয়নের বাসিন্দা। গ্রেপ্তাররা হলেন—জহুরুলের স্ত্রী শামিমা আক্তার (৩০) এবং তার খালাতো ভাই বিপুল (৩৭)।
বুধবার (৫ নভেম্বর) সকালে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর এক সংবাদ সম্মেলনে জানান, তদন্তে দেখা গেছে—পারিবারিক বিরোধ ও অবৈধ সম্পর্কের জেরে পরিকল্পিতভাবে জহুরুলকে হত্যা করা হয়।
পুলিশ জানায়, হত্যার দিন রাতে কোনো এক সময় জহুরুলকে কৌশলে ডেকে নিয়ে যাওয়া হয়। পরদিন সকালে তার বাড়ির সামনে একটি ধানক্ষেত থেকে লাশ উদ্ধার করে বগুড়া সদর থানা পুলিশ।
এরপর নিহতের মামা ও আসামি শামীমার বাবা শাহীনুর রহমান তালুকদার বাদী হয়ে বগুড়া সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।
গ্রেপ্তারের পর শামিমা ও বিপুলকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে বগুড়া সদর উপজেলার নূনগোলা ইউনিয়নের হাজরাদিঘী তালুকদার পাড়া এলাকায় ধানক্ষেত থেকে জহুরুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়।
মন্তব্য করুন