

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নরসিংদীর মনোহরদীতে সম্মানিত শিক্ষকদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে এক জোরালো মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে মনোহরদী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে উপজেলার সর্বস্তরের শিক্ষক-শিক্ষিকাবৃন্দের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, আওয়ামী ফ্যাসিস্টদের দোসর ও একাধিক মামলার আসামি শরীফুল ইসলাম শাকিল দীর্ঘদিন ধরে শিক্ষক সমাজের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্রে লিপ্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি একের পর এক সম্মানিত শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও অপপ্রচার চালিয়ে আসছেন।
এছাড়া সাংবাদিক পরিচয়ে বিভিন্ন শিক্ষককে ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবি করার মতো ঘৃণ্য কাজও করে যাচ্ছে সে।
বক্তারা বলেন, শিক্ষা ও শিক্ষক সমাজকে কলঙ্কিত করতে এ ধরনের ব্যক্তি যেন আর কেউ সাহস না পায়-সেজন্য শরীফুল ইসলাম শাকিলকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়।
তারা আরও বলেন, শিক্ষক সমাজকে অসম্মানিত করার যে কোনো চেষ্টা রুখে দিতে এখন সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়ার।
মানববন্ধন শেষে শিক্ষকরা একস্বর হয়ে বলেন, শিক্ষকদের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে হবে, অপপ্রচারকারীদের কঠোর শাস্তি দিতে হবে।
মন্তব্য করুন