বুধবার
০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করলে খড়কুটোর মতো ভেসে যাবে: শহিদুল ইসলাম 

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ০৩:০০ পিএম
শহিদুল ইসলাম বাবুল
expand
শহিদুল ইসলাম বাবুল

জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, নির্বাচন নিয়ে বহু ষড়যন্ত্র চলছে, কিন্তু এসব ষড়যন্ত্র আস্তে আস্তে খড়কুটোর মতো ভেসে যাবে। ইন শা আল্লাহ ফেব্রুয়ারি মাসেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, বিএনপি হিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। বিএনপির রাজনীতি হবে সম্প্রীতি, ভালোবাসা ও ভ্রাতৃত্বের। ভিন্ন মতাদর্শের সবাই বিএনপির কাছে নিরাপদে থাকবে, আমরা তাদের পাশে ঢাল হয়ে দাঁড়াবো।

বুধবার দুপুরে ফরিদপুরের ভাঙ্গায় শহিদুল ইসলাম বাবুলকে ফরিদপুর-৪ আসনে কেন্দ্র ঘোষিত বিএনপি মনোনীত প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে উপজেলা বিএনপি আয়োজিত আনন্দ র‌্যালি ও নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এ. কে. কিবরিয়া স্বপন, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিমসহ স্থানীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক কর্মী-সমর্থক।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন