বুধবার
০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মুন্সিগঞ্জে রোড নেটওয়ার্ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে

মুন্সিগঞ্জ প্রতিনিধি:
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ০১:৩৩ পিএম
expand
মুন্সিগঞ্জে রোড নেটওয়ার্ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আয়োজনে বুধবার (০৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে কর্মশালায় গ্রামীণ সড়ক কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গ্রামীণ সড়ক মাস্টার প্ল্যান প্রণয়ন (জিআইএস) প্রকল্পের বিশ্লেষক বেটস মো. মাহফুজুর রহমান।

কর্মশালায় উপজেলার গুরুত্বপূর্ণ পাঁচটি গ্রামীণ সড়ককে প্রাথমিকভাবে অগ্রাধিকারভিত্তিক তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। সড়কগুলোর ব্যবহারযোগ্যতা, অর্থনৈতিক গুরুত্ব, বাজার সংযোগ এবং শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশগম্যতা বিবেচনায় এই তালিকা প্রণয়ন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা সহকারী প্রকৌশলী রাজু শেখ, টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি মো. মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক মো. রনি শেখ, এলজিইডির সার্ভেয়ার তৌহিদ খান তুসার, আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম, দিঘিরপাড় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু কাউসার সোহেলসহ উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের কর্মকর্তা, ইউপি সদস্য, ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন