বুধবার
০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কক্সবাজারে অবৈধ অস্ত্রসহ আটক ১

উখিয়া-টেকনাফ প্রতিনিধি
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ১১:৪৫ এএম
আটককৃত কামরুল হাসান (৩০)
expand
আটককৃত কামরুল হাসান (৩০)

কক্সবাজার সদর মডেল থানা পুলিশ অবৈধ অস্ত্রসহ কামরুল হাসান (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে।

এ সময় তার কাছ থেকে ১টি দেশীয় তৈরী এলজি, এক লক্ষ পঁচান্ন হাজার পাঁচশত টাকা ও ২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করতে সক্ষম হয়।

আটককৃত হলেন কক্সবাজারের দক্ষিণ কলাতলী গ্রামের হাজী হাসান আলীর ছেলে কামরুল হাসান।তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কক্সবাজারের কলাতলী মেম্বারঘাটা হাসান মেম্বারের বাড়ি থেকে তাকে আটক করেন।

কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ ইলিয়াস খান জানান, "অভিযানে পুলিশের দ্রুত কার্যক্রম এবং গোয়েন্দা নজরদারি সফল হয়েছে। অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃত কামরুল হাসানকে পুলিশ হেফাজতে নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন