

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুষ্টিয়া-৩ (সদর) আসনে দলীয় মনোনয়ন না পাওয়ায় দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিনের সমর্থকরা।
মঙ্গলবার (০৪ নভেম্বর) রাতে মজমপুর এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মজমপুর রেলগেটে গিয়ে শেষ হয়। সেখানে বিক্ষুব্ধ নেতাকর্মীরা রেলগেট বন্ধ করে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভকারীরা বলেন, অধ্যক্ষ সোহরাব উদ্দিন একজন ত্যাগী ও যোগ্য নেতা। তাকে মনোনয়ন না দিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তে অন্য প্রার্থী ঘোষণা করা অন্যায়। তারা জাকির হোসেন সরকারের প্রার্থিতা বাতিল করে অধ্যক্ষ সোহরাব উদ্দিনকে পুনরায় প্রার্থী ঘোষণার দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।
এ বিষয়ে মনোনয়ন বঞ্চিত অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, “শুনেছি মজমপুর এলাকায় আমার সমর্থকেরা বিক্ষোভ করছেন। আমি বর্তমানে শহরের বাইরে আছি।”
মনোনীত প্রার্থী জাকির হোসেন সরকার এনপিবি নিউজকে বলেন, “কেন্দ্র থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, যিনি মনোনয়ন পাবেন তাঁর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কেউ যদি এ নির্দেশনা না মানেন, কেন্দ্রীয় নেতৃত্ব যথাযথ ব্যবস্থা নেবে।”
অন্যদিকে, কুষ্টিয়া-৪ (কুমারখালী ও খোকসা) আসনে কুমারখালী উপজেলা বিএনপির সভাপতি আনসার প্রামানিককে মনোনয়ন না দেওয়ায় তার সমর্থকরা কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। মঙ্গলবার রাতে কুমারখালী হল বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে মহাসড়কে এসে টায়ার জ্বালিয়ে এক ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে। এ সময় তারা ভুয়া প্রার্থী মানি না বলে স্লোগান দিতে থাকেন।
উল্লেখ্য, গতকাল বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কুষ্টিয়া-৩ (সদর) আসনে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব জাকির হোসেন ও কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমিকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করেন।
মন্তব্য করুন