

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন ,আগামীর বাংলাদেশে যদি কেউ আমাদের এই স্বাধীনতার পতাকার দিকে, বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে আধিপত্যবাদের দৃষ্টিতে, শোষণের দৃষ্টিতে স্বাধীনতাকে কুক্ষিগত করার দৃষ্টিতে বিন্দুমাত্র তাকানোর চেষ্টা করে তাহলে আমরা ২৪ এর মতো আবারো ওই শুকুদেরে রক্ত দিয়ে হোক আর জীবন দিয়ে হোক আমরা মোকাবেলা ও প্রতিহত করবো।
আজ মঙ্গলবার পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধায় দেশের সর্বোচ্চ জাতীয় পতাকাষ্ট্যান্ড উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্যকালে এসব কথা বলেন৷
এসময় তিনি আরও বলেন,আমরা স্পষ্ট করে বলতে চাই পৃথিবীর যে কোন ব্যক্তি, যে কোন প্রতিষ্ঠান, যে কোন দেশ আমাদের দিকে আর কোনদিন আধিপত্যবাদের চোখ দিয়ে তাকাতে পারবেনা। আর কোনদিন শোষণের দৃষ্টিতে তাকাতে পার বেনা। এই বাংলাদেশে যতোদিন মুক্তিকামী একজন বাংলাদেশী থাকবে ততদিন জাতীয় পতাকা উড়বে।
জানা যায়, পঞ্চগড় জেলা প্রশাসনের সহযোগিতায় তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলাবান্ধা জিরোপয়েন্টে ১১৭ ফুট উচ্চতার এই পতাকা স্ট্যান্ডের উদ্বোধন করা হয়৷
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, ১৮ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল মনিরুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, বিএনপি নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমীর মাওলানা ইকবাল হোসাইন, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা।
মন্তব্য করুন