বুধবার
০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে খায়ের ভূঁইয়ার মনোয়নে বিএনপির মিছিল 

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০৮:৫৬ পিএম
লক্ষ্মীপুরে খায়ের ভূঁইয়ার মনোয়নে বিএনপির মিছিল 
expand
লক্ষ্মীপুরে খায়ের ভূঁইয়ার মনোয়নে বিএনপির মিছিল 

আগামী সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনে আবুল খায়ের ভূঁইয়াকে মনোনয়ন দিয়েছে বিএনপি। এ নিয়ে তাঁর নেতাকর্মী, সমর্থকরা দোয়া ও আনন্দ মিছিল করেছে।

মঙ্গলবার বিকেলে রায়পুর বড় মসজিদে দোয়া ও পৌর শহরের উপকণ্ঠে মিছিল করা হয়।

আবুল খায়ের ভূঁইয়া বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও জেলা কমিটির সাবেক আহবায়ক। তিনি ৩ বারের সংসদ সদস্য।

দোয়া অনুষ্ঠানে রায়পুর উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক শফিকুর রহমান ভূইয়া, পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী, সাংগঠনিক সম্পাদক আনিছুল হক, উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার ফয়সাল, উপজেলা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন আরমান, সদস্য সচিব হাবিবুর রহমান সুজন পাটওয়ারী, পৌর আহ্বায়ক নুর এ হেলাল মামুন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহফুজুর রহমান হৃদয়, পৌর ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম নিশাত ও সদস্য সচিব সেহাগসহ নেতাকর্মীরা। পরে শহরে আনন্দ মিছিল করা হয়।

বিএনপি নেতা নাজমুল ইসলাম মিঠু বলেন, আবুল খায়ের ভূঁইয়াকে মনোনয়ন দেওয়া আমরা দোয়া, আনন্দ মিছিল করেছি। নির্বাচনের লক্ষ্যে আমরা তৃনমূল পর্যায়ে মহিলা সমাবেশ করছি। নতুন ভোটাররাও আমাদের সঙ্গে আছে।

দলীয় সূত্র জানায়, সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন। সেখানে লক্ষ্মীপুর জেলার ৪টি সংসদীয় আসনের মধ্যে ২টি আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। এরমধ্যে লক্ষ্মীপুর-২ আসনে আবুল খায়ের ভূঁইয়া ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে বিএনপির যুগ্ম মহসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির নাম রয়েছে। তবে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) ও লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনে প্রার্থী ঘোষণা করেনি বিএনপি।

এদিকে সদর আসনে এ্যানী চৌধুরীকে প্রার্থী ঘোষণা করায় রাতেই জেলা শহরে আনন্দ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসময় তারা খালেদা জিয়া ও তারেক রহমানকে ধন্যবাদ জানায়। মিছিলটি উত্তর তেমুহনী থেকে শুরু হয়ে দক্ষিণ তেমুহনীতে গিয়ে শেষ হয়। এতে দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন