বুধবার
০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মানিকগঞ্জে বাঁধনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০৫:০৬ পিএম
মানিকগঞ্জে বাঁধনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 
expand
মানিকগঞ্জে বাঁধনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

“আটাশের আহ্বান, নিঃস্বার্থ হোক রক্তদান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সরকারি দেবেন্দ্র কলেজে স্বেচ্ছাসেবী সংগঠন বাঁধনের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শহীদুজ্জামান।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ সরকারি দেবেন্দ্র কলেজের রণদা প্রসাদ সাহা চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটি শতাধিক সাধারণ শিক্ষার্থী ও বাঁধন কর্মীদের নিয়ে একটি আনন্দ র‍্যালী শুরু করে কলেজের বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন।

এরপর সংগঠনের ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় বাঁধন সরকারি দেবেন্দ্র কলেজ ইউনিটের সভাপতি আজিজুল শিকদার এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মৌতাছিম বিল্লাহ মাহফুজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক গিরীন্দ্র কুমার রায়, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক ও বাঁধন উপদেষ্টা মোহাম্মদ মিজানুর রহমান, বাংলা বিভাগের প্রভাষক ও বাঁধন উপদেষ্টা সৈয়দ রাহিমুর রহমান, দর্শন বিভাগের প্রভাষক ও বাঁধন উপদেষ্টা মোঃ আজিম মিয়া, বাঁধন উপদেষ্টা ও এনপিবি নিউজের মানিকগঞ্জ প্রতিনিধি দীপক সূত্রধর, বাঁধন উপদেষ্টা সাইফুর রহমান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মোঃ শহীদুজ্জামান বলেন, বাঁধন শুধু রক্তদাতা সংগঠন নয়, এটি মানবিকতার একটি আন্দোলন। স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে জীবন বাঁচানোর যে সেবা তারা অনেক ধরে দিয়ে আসছে এবং সমাজে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছে।

এর শেষে বিকেল বেলায় মারকাযুস্ সুন্নাহ্ মাদ্রাসায় শতাধিক শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন