

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নড়াইলের সীমান্তঘেঁষা মাগুরা-২ আসনে মনোনয়ন পাওয়া ও না-পাওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই নেতার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার সকালে মাগুরার মোবারকপুর ও নড়াইলের চাকুলিয়া গ্রামে দু’দফা এই সংঘর্ষ হয়। আহতদের মধ্যে ১২ জনকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারসহ নানা ইস্যুতে মাগুরার মোহাম্মদপুর উপজেলার মোবারকপুর ও মশাখালী এবং নড়াইলের লোহাগড়া উপজেলার চাকুলিয়া গ্রামের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
সম্প্রতি বিএনপির কেন্দ্রীয় মনোনয়ন ঘোষণার পর মাগুরা-২ আসনে অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী মনোনয়ন পাওয়ায়, তার সমর্থক ও যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
সোমবার রাতেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূচনা হয়, যাতে তিনজন আহত হন। এর জেরে মঙ্গলবার সকালে উভয় পক্ষ ধারালো অস্ত্র নিয়ে ফের মুখোমুখি হয় এবং ব্যাপক সংঘর্ষে জড়ায়।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. রহমান বলেন, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।
মন্তব্য করুন
 
                    