মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কুড়িগ্রাম-১ আসনে নির্বাচন করবেন ছাত্র অধিকার পরিষদের বিন ইয়ামিন মোল্লা ‎

‎কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০২:৪৮ পিএম
6830
expand
বিন ইয়ামিন মোল্লা

‎আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী-ভুরুঙ্গামারী) আসন থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও গণ অধিকার পরিষদের সম্ভাব্য প্রার্থী বিন ইয়ামিন মোল্লা। ‎ ‎সম্প্রতি নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৫ কুড়িগ্রাম ১ আসন থেকে নির্বাচন করছি ইনশাআল্লাহ।

এই পিছিয়ে পড়া জনপদের মানুষের ভাগ্য উন্নয়ন করতে, বিগত দিনের স্বার্থন্বেষী নেতৃত্ব, মঙ্গা ও মফিজ অপবাদ থেকে মুক্তি দিতে, এই অঞ্চলের মানুষের প্রকৃত দায় ও দরদের যে অঙ্গিকার করেছি তা বাস্তবায়নের জন্য কাজ করবো ইনশাআল্লাহ।

রাজনীতিতে শেষ বলে কিছু নাই। রাজনীতির মাঠে তরুণ তাই আরো শিখবো সমৃদ্ধ হবো। আপনাদের সকলের দোয়া সহযোগিতা ও সমর্থন কামনা করছি।” ‎ ‎বিন ইয়ামিন মোল্লা ‘এনপিবিকে’ বলেন, “কুড়িগ্রাম একটি পিছিয়ে পড়া অঞ্চল। এই জেলার উন্নয়ন ও মানুষের অধিকার আদায়ে তরুণ নেতৃত্বের প্রয়োজন। যদি জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তবে আমি জনগণের জন্য নিবেদিতপ্রাণ হয়ে কাজ করব।” ‎ ‎তিনি আরও বলেন, “আওয়ামী লীগ সরকারের সময় আমার ওপর একাধিকবার নির্যাতন চালানো হয়েছে, এমনকি বিনা কারণে জেলও খাটতে হয়েছে। তখন আমাকে কুড়িগ্রাম-১ আসনের এমপি বানানোর প্রস্তাব দিয়েছিলো সরকারপক্ষ, কিন্তু আমি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছি। আমি ক্ষমতার নয়, মানুষের রাজনীতি করতে চাই। রাজনীতিতে শেষ বলে কিছু নেই। আমি তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে শিখছি, বেড়ে উঠছি, এবং কুড়িগ্রামের মানুষকে নিয়ে এগিয়ে যেতে চাই। আমি সকলের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করছি।” ‎ ‎কেন্দ্রীয় পর্যায়ে আসন ভাগাভাগির বিষয়ে তিনি জানান, “গণ অধিকার পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক সম্প্রতি আমার নিজ ইউনিয়ন নেওয়াশী কলেজ মাঠে অনুষ্ঠিত সমাবেশে আমাকে কুড়িগ্রাম-১ আসনে প্রার্থী করার আশ্বাস দিয়েছেন।

তবে রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে কেন্দ্র যদি আসন ভাগাভাগির সিদ্ধান্ত নেয়, সেটা দলের বিষয়। তারপরও আমি বিশ্বাস করি, দলের অনুমোদন পাব এবং জনগণের পাশে থেকে কাজ করতে পারব।” ‎ ‎উল্লেখ্য, বিন ইয়ামিন মোল্লার বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নে। তার পিতা রফিকুল ইসলাম মোল্লা এলাকার একজন সমাজসেবক হিসেবে পরিচিত।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন