মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বন্ধুকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন মারুফ

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০২:২৭ পিএম
গাছা থানা। ফাইল ছবি
expand
গাছা থানা। ফাইল ছবি

গাজীপুরের গাছা এলাকায় স্থানীয় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে মারুফ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন যুবক জামিল (২৪)।

সোমবার (৩ নভেম্বর) রাতে গাছা থানার কুনিয়া তারগাছ এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত মারুফ গাছা কুনিয়া তারগাছ এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। আহত জামিল একই এলাকার আতাউল্লাহর ছেলে। বর্তমানে তিনি স্থানীয় বড়বাড়ি ইসলামিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আহত জামিল একটি সিগারেট কোম্পানিতে কর্মরত। ঘটনার দিন সন্ধ্যা সোয়া ৭টার দিকে তিনি বেলাল নগর রোডের একটি দোকানে বিল আদায় করতে যান।

এ সময় দোকানের সামনে কয়েকজন স্থানীয় যুবক আড্ডা দিচ্ছিলেন। তাদের মধ্যে রবি নামে এক যুবক হাতে চাকু নিয়ে পায়চারী করছিলেন।

জামিল বিষয়টি দেখে প্রতিবাদ করলে রবি ক্ষিপ্ত হয়ে তার ওপর চড়াও হন। পরিস্থিতি বেগতিক দেখে জামিলকে রক্ষা করতে এগিয়ে আসেন তার বন্ধু মারুফ।

তখন রবি ও তার সহযোগীরা একত্র হয়ে দুজনের ওপর হামলা চালান। এসময় জামিল গুরুতর আহত অবস্থায় দৌড়ে প্রাণে রক্ষা পান, কিন্তু মারুফকে লক্ষ্য করে সন্ত্রাসীরা একাধিকবার ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মারুফকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে গাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতের মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

স্থানীয়দের দাবি, রবি ও তার সহযোগীরা এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তারা প্রায়ই এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করে রাখে। হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় এখন উত্তেজনা বিরাজ করছে।

নিহত মারুফের পরিবারের সদস্যরা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন