মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আগামী সপ্তাহে খুনি হাসিনার রায়: উপদেষ্টা মাহফুজ 

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০১:১৬ পিএম আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ০২:০১ পিএম
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম। ছবি: এনপিবি
expand
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম। ছবি: এনপিবি

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেন, গুম খুন আর ফিরে আসবে না, আগামী সপ্তাহে খুনি শেখ হাসিনার রায়। জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের স্বপ্নের বাংলাদেশ আগামী দিনে যারা সরকার গঠন করবে আমি আশাকরি তারা সেই স্বপ্নের বাংলাদেশ গড়বেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা ১২টা রামগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে রামগঞ্জ উপজেলার সরকারি কর্মকর্তাবৃন্দ ও নেতৃস্থানীয় ব্যক্তিগণের সাথে মতবিনিময় সভায় এসব বক্তব্য দেন।

তিনি বলেন, আমরা অনেক গুলো কাজই করতে পেরেছি চেষ্টাও করেছি তারপরও এক বছরের সময়ে এতো কাজ করা হয়ে উঠে না। পরবর্তী সময়ে যারা ক্ষমতা আসবে তারা তা সম্পূর্ণ করবে। আমরা বিচারের কাজ শুরু করতে পেরেছি। আগামী সাপ্তাহ শেখ হাসিনার রায় হবে, গুম খুনের বিচার হবে। ছাত্র জনতার হত্যারও বিচার হবে এবং পরবর্তী সময়ে যারা ক্ষমতা আসবেন তারা এ বিচারিক কার্যক্রম এগিয়ে নিবেন।

রামগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা এস,এম, রবিন শীষের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মাহফুজ আলমের বড় ভাই এনসিপির যুগ্ম আহবায়ক মাহবুব আলম, রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারীসহ বিভিন্ন দপ্তরের কমকর্তা, রাজনৈতিক দলের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এর আগে সকাল ১১ টা উপজেলা পরিষদ প্রাঙ্গণে তথ্য উপদেষ্টা মাহফুজকে গার্ড অফ অনার দেওয়া। এসময় জেলা প্রশাসক রাজীব কুমার সরকার ও জেলা পুলিশ সুপার মো: আকতার হোসেনের পক্ষ থেকে ফুলেল শুভেচছা জানানো হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন