মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে মনোনয়ন বঞ্চিত আসলাম চৌধুরীর সমর্থকদের মহাসড়ক অবরোধ

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০৯:০১ এএম
মনোনয়ন বঞ্চিত আসলাম চৌধুরীর সমর্থকদের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। ছবি: এনবিপি
expand
মনোনয়ন বঞ্চিত আসলাম চৌধুরীর সমর্থকদের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। ছবি: এনবিপি

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিভিন্ন স্থানে মহাসড়ক অবরোধ করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এতে করে দূরপাল্লার যাত্রীরা ভোগান্তিতে পড়ে।

জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড (আংশিক আকবরশাহ-পাহাড়তলী) আসনে বিএনপির যুগ্ম মহাসচিব লায়ন মো. আসলাম চৌধুরীকে প্রার্থী হিসেবে নাম ঘোষণা না করার প্রতিবাদে সমর্থকরা মহাসড়ক অবরোধ করে টায়ার জালিয়ে বিক্ষোভ করে।

সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে সংসদ নির্বাচনে প্রার্থী ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন ঘোষণা করা হয় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. কাজী সালাউদ্দিনকে। ঘোষণার পর থেকে দলের নেতাকর্মীরা ক্ষোভে ফেটে পড়েন।

এতে করে সোমবার সন্ধ্যা ৭টার দিকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপজেলার ফৌজদারহাট, ভাটিয়ারী, মাদামবিবি হাট, কদমরসুল, বারআউলিয়া, কুমিরা সহ বিভিন্ন এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

এসময় মহাসড়কের উভয় পাশে হাজার হাজার যানবাহন ও যাত্রীরা ভোগান্তিতে পড়ে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন