

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি প্রাথমিকভাবে ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে।
সোমবার (৩ নভেম্বর) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।
তালিকা অনুযায়ী, পঞ্চগড়-১ আসনে (সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী উপজেলা) ধানের শীষ প্রতীকে লড়বেন ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির। তিনি বিএনপি নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও দলের স্থায়ী কমিটির সদস্য, সাবেক স্পিকার এবং অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার মুহম্মদ জমির উদ্দিন সরকারের জ্যেষ্ঠ পুত্র।
পঞ্চগড়-১ আসনটি দেশের সংসদীয় মানচিত্রে ১ নম্বর আসন হিসেবে পরিচিত। পাশাপাশি এই আসনটি বিশেষভাবে আলোচিত ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের কারণে, যিনি বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকেই দলের সঙ্গে যুক্ত থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
তিনি গণপূর্ত, শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালনসহ জাতীয় সংসদের স্পিকার হিসেবেও দায়িত্ব পালন করেন। এলাকায় ব্যাপক উন্নয়নমূলক কাজের কারণে তিনি এখনও ব্যাপক জনপ্রিয়।
বয়সজনিত কারণে এবারো নির্বাচনে অংশ নিচ্ছেন না ব্যারিস্টার জমির। তার পরিবর্তে বিএনপি মনোনয়ন দিয়েছে তার জ্যেষ্ঠ পুত্র ব্যারিস্টার নওশাদ জমিরকে, যিনি দ্বিতীয়বারের মতো এই আসন থেকে নির্বাচন করছেন।
অন্যদিকে, একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এছাড়া বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নাজমুল হক প্রধান, জাগপার প্রতিষ্ঠাতা প্রয়াত শফিউল আলম প্রধানের পুত্র ও দলের মুখপাত্র রাশেদ প্রধান, এবং জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা আমির ইকবাল হোসাইনও লড়বেন এই আসনে।
মন্তব্য করুন