মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ময়মনসিংহ-৩: বিএনপির মনোনয়ন নিয়ে বিক্ষোভ

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০৮:৩৯ এএম
গৌরীপুরে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল। ছবি: এনপিবি
expand
গৌরীপুরে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল। ছবি: এনপিবি

ময়মনসিংহের গৌরীপুরে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান হিরণের অনুসারীরা।

সোমবার (৩ নভেম্বর) রাতে পৌর শহরের উত্তর বাজার এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে পাটবাজার এলাকায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইনকে মনোনয়ন দেওয়া হয়েছে। তাঁরা দাবি জানান, ইকবাল হোসাইনের পরিবর্তে দীর্ঘদিন দলের জন্য কাজ করা আহাম্মদ তায়েবুর রহমান হিরণকে মনোনয়ন দিতে হবে।

হিরণের স্ত্রী সাঈদা মাসরুর সমাবেশে বলেন, ‘বিগত ১৭ বছরে আমার স্বামী দলের জন্য জেল খেটেছেন, পালিয়ে থেকেছেন। জুলাই আন্দোলনের সময় তিনি ছিলেন জেলে, আমি মেয়েকে নিয়ে ছিলাম রাজপথে।’

গৌরীপুর পৌর বিএনপির সদস্য সচিব সুজিত কুমার দাস বলেন, ‘হিরণ আমাদের আন্দোলন-সংগ্রামের প্রাণ। তাঁর নেতৃত্বে বিএনপি এখানে টিকে আছে। মনোনয়ন পরিবর্তন না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।’

সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান সিরাজ, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম প্রত্যয়, কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি শাহজাহান আকন্দ সুমন ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম পিয়াস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উত্তর জেলা ছাত্রদলের সদস্য সেলিম আজাদ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন