মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি মনোনীত প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াত মনোনীত প্রার্থী ‎

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০৮:৩৬ এএম
মতিউর রহমান ও মনজুরুল ইসলাম
expand
মতিউর রহমান ও মনজুরুল ইসলাম

‎আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনজুরুল ইসলাম মনোনয়ন পাওয়ার পর তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী মতিউর রহমান।

‎সোমবার (৩ নভেম্বর) রাত ১১ টার দিকে জননেতা মতিউর রহমান তার ফেসবুকে শুভেচ্ছা জানান।

‎‎ফেসবুকে জামায়াত মনোনীত প্রার্থী মতিউর রহমান লিখেছেন, শুভেচ্ছা ও অভিনন্দন মনজুরুল ভা। দিনাজপুর-১ (বীরগঞ্জ - কাহারোল) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন কৃষকদলের কেন্দ্রীয় কমিটির ১ নং সদস্য, দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি এবং বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জনাব মনজুরুল ইসলাম।

‎বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন পাওয়ায় মনজুরুল ইসলামকে ব্যক্তিগতভাবে আমি শুভেচ্ছা জানাচ্ছি। রাজনীতিবিদ হিসেবে তিনি আমার কাছে শ্রদ্ধেয় ও সম্মানিত একজন মানুষ। ব্যক্তি জীবনে তিনি সজ্জন ও ভদ্র মানুষ।

‎‎গণতান্ত্রিক ব্যবস্থাপনায় ভিন্ন ভিন্ন চিন্তা ও দর্শন নিয়ে ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল থাকবে। আমরা আমাদের রাজনৈতিক চিন্তাধারা জনপরিসরে তুলে ধরব; দিনশেষে জনতাই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।

‎মনজুরুল ভাই, তার দল এবং দলীয় নেতাকর্মীদের প্রতি শুভেচ্ছা ও শুভকামনা। আশা করছি, আমরা একটা জম্পেশ নির্বাচনী মাঠের লড়াইয়ে নামব এবং আমাদের সংসদীয় আসনকে বাংলাদেশের বুকে উদার, সহনশীল ও গণতান্ত্রিক হিসেবে তুলে ধরতে পারব। বীরগঞ্জ-কাহারোল জিন্দাবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন