মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সাতক্ষীরা-২ আসনে বহিষ্কৃত নেতা আব্দুর রউফ পেলেন বিএনপির মনোনয়ন

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০৮:৩১ এএম
আব্দুর রউফ
expand
আব্দুর রউফ

দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় বহিষ্কৃত সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ এবার বিএনপির মনোনয়ন পেয়েছেন।

তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসন (সদর-দেবহাটা) থেকে দলীয় প্রতীক ‘ধানের শীষ’ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সোমবার (৩ নভেম্বর) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এই প্রার্থী তালিকা ঘোষণা করেন।

তবে এর আগে, ২০২৪ সালের ২৫ এপ্রিল দলীয় সিদ্ধান্ত অমান্য করে আলিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় কেন্দ্রীয় বিএনপি তাঁকে প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছিল। সে সময় দলীয় চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণের অভিযোগের পরিপ্রেক্ষিতে আপনাকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে নির্দেশক্রমে বহিষ্কার করা হলো।

চিঠির অনুলিপি পাঠানো হয়েছিল তৎকালীন খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম আমিত, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী ও সদস্য সচিব আব্দুল আলিম চেয়ারম্যানকে।

দলীয় সূত্রে জানা যায়, চেয়ারম্যান আব্দুর রউফের বহিষ্কারাদেশ এখনো প্রত্যাহার করেনি বিএনপি।

অপরদিকে, গত ২৩ এপ্রিল সাতক্ষীরা সদরের আলিপুর চেকপোস্ট মাদ্রাসা ও মসজিদ আয়োজিত এক মাহফিলে জনপ্রিয় ইসলামি বক্তা ও শিল্পী কবির বিন সামাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে আলোচনায় আসেন আলিপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রউফ। সেই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয় আলেম-ওলামা ও তৌহিদী জনতা ব্যানারে মানববন্ধন করেন। বক্তারা ৪৮ ঘণ্টার মধ্যে আব্দুর রউফকে গ্রেপ্তারের দাবি জানান।

পরের দিন ২৪ এপ্রিল রাতে এক বিবৃতিতে সাতক্ষীরা জেলা বিএনপি জানায়, “আব্দুর রউফ বিএনপির দলীয় নেতা বা কর্মী নন।” বিবৃতিতে বলা হয়, “আব্দুর রউফকে বিএনপির সঙ্গে জড়িয়ে সব মিডিয়ায় প্রচার না করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। তিনি দলীয় সিদ্ধান্ত অমান্য করে আওয়ামী সরকারের সময় ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, এ কারণে কেন্দ্রীয় বিএনপি তাকে বহিষ্কার করেছে।

বিবৃতিতে স্বাক্ষর করেন জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ ও সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।

এদিকে, বহিষ্কারাদেশ প্রত্যাহার না হওয়া চেয়ারম্যান আব্দুর রউফ সাতক্ষীরা-১ (সদর–দেবহাটা) আসনে বিএনপির মনোনয়ন পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে অপর প্রার্থী আব্দুল আলিমের সমর্থকেরা।

সোমবার রাত ১০টার পর খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বিনেরপোতা বাইপাস মোড়ে তারা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। এ সময় কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।

সমর্থকেরা জানান, বহিষ্কৃত নেতা আব্দুর রউফকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে তারা এ কর্মসূচি পালন করেছেন। পরে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলে মঙ্গলবার বিকেল পর্যন্ত কর্মসূচি স্থগিত করা হয়। তবে ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত পরিবর্তন না হলে আরও বৃহৎ কর্মসূচির হুমকি দেন তারা।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন লাবসা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির নেতা আতিয়ার রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলাম প্রমুখ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন