

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ১৫৫ ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে প্রার্থী হিসেবে ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
সোমবার (৩ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জাতীয় কমিটির সাবেক সদস্য, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, ভালুকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক আহ্বায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে মনোনীত প্রার্থী ঘোষণা করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মনোনীত প্রার্থীর ঘোষণার পরপরই ভালুকা উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, কৃষকদল, ছাত্রদলসহ ১১টি ইউনিয়ন, সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। সমর্থকরা আনন্দ, মিষ্টি বিতরণ এবং স্লোগানের মাধ্যমে বাচ্চুকে শুভেচ্ছা জানিয়েছেন।
বিএনপির মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শুকরিয়া জানিয়ে বলেছেন, ভালুকায় স্বাধীনের পর থেকে যে কয়েকটি রাজনৈতিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকরা যে পরিমাণে মামলা এবং কারাগারে গিয়েছেন। তাদের চেয়ে চার গুণ বেশি মামলা ও দশ গুণ একাই কারাগারে গিয়েছি আমি।
বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আজকে ২০ বছর পর আবার মনোনীত হয়েছে। আপনাদেরকে সাথে নিয়ে দিনের পর দিন, রাতের পর রাত এই আন্দোলন সংগ্রাম না খেয়ে, না ঘুমিয়ে আপনাদেরকে কষ্ট দিয়েছি।
আপনারা কারা নির্যাতিত হয়েছেন, গুলি খেয়েছেন, আক্রমণের শিকার হয়েছেন, জমি, ব্যবসা-বাণিজ্য, গরু-ছাগল, গাছপালা হারিয়েছেন। আজকের পর থেকে ভালুকার কোন রাজনৈতিক দল, সনাতন ধর্মের মানুষ, ব্যবসায়ী, কৃষক ও শ্রমিকসহ বিভিন্ন পেশার মানুষ কোনোভাবেই আমাদের ধারায় নির্যাতিত হবে না।
মন্তব্য করুন