মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুর-৩ আসনে খালেদা জিয়াকে প্রার্থী ঘোষণা, আনন্দ মিছিল

‎দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ১১:০৮ পিএম
খালেদা জিয়াকে প্রার্থী ঘোষণায় আনন্দ মিছিল
expand
খালেদা জিয়াকে প্রার্থী ঘোষণায় আনন্দ মিছিল

‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে দিনাজপুর-৩ (সদর) আসনে প্রার্থী ঘোষণা করায় আনন্দ মিছিল করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা। প্রার্থী ঘোষণার সাথে সাথে বিএনপি নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে জড়ো হয়ে উল্লাস প্রকাশ করেন এবং আনন্দ মিছিল বের করেন।

‎সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় গুলশান কার্যালয়ে প্রাথমিকভাবে ২৩৭ আসনে প্রার্থীর তালিকা ঘোষণা করেন। এর মধ্যে দিনাজপুর-৩ (সদর) আসনে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাম ঘোষণা করা হয়।

এ খবর প্রচারের সাথে সাথেই সদরের জেল রোডস্থ দলীয় কার্যালয়ে দিনাজপুর জেলা বিএনপিসহ দলের বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হন। পরে নেতাকর্মীরা দলীয় কার্যালয় থেকে আনন্দ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

মিছিলের পূর্বে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল বলেন, "আমি এই ঘোষণায় অত্যন্ত আনন্দিত। দেশনেত্রী এই আসন থেকে নির্বাচিত হলে আমাদের সম্মান বৃদ্ধি পাবে।" তিনি সকলকে সব ভেদাভেদ ভুলে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন