মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

তিন দশকের শিক্ষকতা শেষে অবসরে সামসুল হক

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ০৯:৫৯ পিএম
expand
তিন দশকের শিক্ষকতা শেষে অবসরে সামসুল হক

দীর্ঘ ৩৫ বছরের শিক্ষকতা জীবনের পর অবসর গ্রহণ করেছেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের কুশাবাড়ীয়া চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সামসুল হক। গত ৩০ অক্টোবর তিনি ৩৪ বছর ১০ মাসের দায়িত্বপালন শেষে অবসর গ্রহণ করেন।

সোমবার (০৩ নভেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এক আবেগঘন বিদায় অনুষ্ঠানে সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করে তাকে সম্মান জানান।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. মশিউর রহমান এবং সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ আনজুমান আরা বেগম। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অতিথিরা বলেন,সামসুল হক ছিলেন নিবেদিতপ্রাণ, সৎ ও দায়িত্বশীল শিক্ষক। তার আন্তরিক প্রচেষ্টায় বিদ্যালয়ের শিক্ষার মানে এসেছে দৃশ্যমান উন্নতি। শিক্ষার্থীদের চরিত্র গঠনে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।

বিদায়ী শিক্ষক সামসুল হক বলেন,“এই বিদ্যালয়ই আমার পরিবার। সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের ভালোবাসাই আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। আমি চাই আমার শিক্ষার্থীরা সৎ ও মানবিক মানুষ হিসেবে বেড়ে উঠুক—এই হোক আমার জীবনের সার্থকতা।”

১৯৯০ সালের ১৩ ডিসেম্বর শিক্ষকতা পেশায় যোগ দেন তিনি। দীর্ঘ কর্মজীবনে শিক্ষা উন্নয়ন ও শিশুদের নৈতিক বিকাশে তিনি ছিলেন এক অনন্য আলোকবর্তিকা, যার অবদান স্থানীয় সমাজে চিরস্মরণীয় হয়ে থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন