

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও তাদের দোসর জাতীয় পার্টির অংশ নেওয়ার কোনো অধিকার নেই। তিনি দাবি করেন, ২৪শের গণআন্দোলনের সময় দেশে আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছিল, তাতে জাতীয় পার্টিও ভূমিকা রেখেছিল।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর একটি হোটেলে বিভাগীয় আহ্বায়ক ও সদস্য সচিব প্রার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সারজিস আলম।
তিনি বলেন, “জিএম কাদেরের জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর হিসেবে কাজ করছে। তাঁরা নিজেরাই বলে আসছেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ছাড়া দেশে নির্বাচন সম্ভব নয়। এতেই প্রমাণ হয়, গত ১৭ বছর তাঁরা আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে সুবিধা ভোগ করেছেন।”
সারজিস আলম আরও বলেন, “যারা গণহত্যার সময় সরকারের পাশে ছিল, জনগণের পাশে নয়—তাদের কোনো নৈতিক অধিকার নেই নির্বাচনে অংশ নেওয়ার। আগামী নির্বাচন হতে হবে জনগণের, কোনো জোটের নয়।”
এ সময় তিনি বলেন, ডিসেম্বরের মধ্যেই দেশের প্রতিটি ওয়ার্ডে আহ্বায়ক কমিটি গঠন করে ৩০০ আসনেই শক্তিশালী প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এনসিপি।
নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি বলেন, “আমাদের শাপলা প্রতীক দেওয়ার কথা থাকলেও ইসি স্বেচ্ছাচারিতার আশ্রয় নিয়ে ‘শাপলা কলি’ প্রতীক দিয়েছে। তবুও আমরা নির্বাচনে অংশ নিচ্ছি, কারণ আমাদের লক্ষ্য প্রতীকের চেয়ে নীতিকে প্রতিষ্ঠা করা।”
সারজিস আলম সতর্ক করে বলেন, “ইসি যদি আগের মতো দলীয় কমিশনে পরিণত হয়, তাহলে তাদের পরিণতিও হবে পূর্বসূরিদের মতোই। জনগণ এখন আগের চেয়ে বেশি সচেতন, তারা আর কোনো প্রহসনের নির্বাচন মেনে নেবে না।”
মন্তব্য করুন