মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়া-৫ আসনে বিএনপির প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ

আকতারুল আলম তিনু (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ০৭:৫৮ পিএম
সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজ
expand
সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজ

বগুড়া-৫ (শেরপুর-ধুনট) সংসদীয় আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজের নাম ঘোষণা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এদিন ২৩৫ সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে বিএনপি। এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে স্থায়ী কমিটির বৈঠক হয়। সেখানে দলীয় প্রার্থীদের নামের প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়।

গোলাম মোহাম্মদ সিরাজ বগুড়া জেলা বিএনপির সাবেক আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি জেলা বিএনপির উপদেষ্টা হিসেবে রয়েছেন। গোলাম মোহাম্মদ সিরাজ পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে প্রথম বারের মত সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনেও দলটি তাঁর উপরই ভরসা রাখেন এবং তিনি বিপুল ভোটে জয়লাভ করেন। তবে তিনি নবম জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন বঞ্চিত হন। পরবর্তীতে ১০১৮ সালে তিনি পুনরায় বিএনপি থেকে মনোনয়ন পান। কিন্তু ওই নির্বাচনের ভোট কারচুপির অভিযোগ এনে তিনি নির্বাচন বর্জন করেন।

এছাড়াও ২০১৯ সালে উপ-নির্বাচনে বগুড়া- ৬ আসনে বিএনপির প্রার্থী হিসেবে আবারও সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২২ সালের ১০ ডিসেম্বর রাজধানী ঢাকার গোলাপবাগ মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশ থেকে বিএনপির তিনি সহ ৭ জন এমপি জাতীয় সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। এছাড়াও তিনি দেশের অন্যতম বৃহত্তম গ্রুপ অব কোম্পানি এসআর গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে উত্তর জনপদের ১০ হাজারের অধিক মানুষের হয়েছে কর্মসংস্থান।

সংবাদ সম্মেলনে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ অনেকে উপস্থিতি ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন