মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

উখিয়া-টেকনাফে বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরী

উখিয়া-টেকনাফ প্রতিনিধি
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ০৭:৫০ পিএম আপডেট : ০৩ নভেম্বর ২০২৫, ১১:০৮ পিএম
বিএনপি’র সিনিয়র নেতা ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী
expand
বিএনপি’র সিনিয়র নেতা ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী

আগামী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র মনোনয়ন পেয়েছেন দলের সিনিয়র নেতা ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

দলের নীতিনির্ধারণী সূত্রে জানা গেছে, সম্প্রতি বিএনপির মনোনয়ন বোর্ডের বৈঠকে তাকে আনুষ্ঠানিকভাবে এই আসনের প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে।

শাহজাহান চৌধুরী বিএনপির একজন অভিজ্ঞ রাজনীতিক এবং দলের নীতিনিষ্ঠ কর্মী হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। তিনি ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে জয়ী হয়েছিলেন এবং পরবর্তীতে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।দলের কেন্দ্রীয় দপ্তর সূত্রে জানা গেছে, মাঠ পর্যায়ের জনপ্রিয়তা, সাংগঠনিক শক্তি ও অভিজ্ঞতাকে মূল্যায়ন করেই তাকে আবারও এই আসনে মনোনয়ন দেওয়া হয়েছে।

মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় শাহজাহান চৌধুরী বলেন,উখিয়া-টেকনাফের মানুষের ভালোবাসাই আমার শক্তি। জনগণের সমর্থন নিয়ে আবারও এলাকার উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে কাজ করতে চাই।”তার মনোনয়ন পাওয়ার খবরে উখিয়া ও টেকনাফে বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। স্থানীয় পর্যায়ে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন বলে জানা গেছে।

উখিয়া-টেকনাফ আসনটি দেশের অন্যতম আলোচিত একটি সীমান্তবর্তী আসন। এখানে রোহিঙ্গা সমস্যা, সীমান্ত নিরাপত্তা, পর্যটন ও মাদক নিয়ন্ত্রণসহ নানা ইস্যু নির্বাচন ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আগামী নির্বাচনকে ঘিরে বিএনপির এই মনোনয়ন ঘোষণার মাধ্যমে কক্সবাজার জেলায় দলের কার্যক্রম আরও গতি পাবে বলে আশা করা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন