সোমবার
০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ধামরাই বাস্তা সবুজ সংঘের ফুটবল ফাইনালে জয়ী চৌহাট ফুটবল একাদশ

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ১১:২৬ এএম
প্রধান অতিথি ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিন
expand
প্রধান অতিথি ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিন

বাস্তা সবুজ সংঘের উদ্যোগে আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় বাস্তা সবুজ সংঘের খেলার মাঠে খেলার উদ্বোধন করা হয়।

ফাইনালে অংশ নেয় চৌহাট ফুটবল একাডেমি, ধামরাই এবং বালিয়াটি প্যারাডাইস এফ.সি, সাটুরিয়া, মানিকগঞ্জ।

খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার প্রদান করা হয়। বিশেষ আকর্ষণ হিসেবে চৌহাট ফুটবল একাডেমির সকল খেলোয়াড়দের হেলিকপ্টার যোগে আনা হয়। এই উদ্যোগে বিশেষ ভূমিকা পালন করেন চৌহাট গ্রামের কৃতি সন্তান মোঃ সুজন শাহ ও মোঃ হারুন সিকদার।

ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন বাস্তা সবুজ সংঘের সভাপতি এবং বীরমুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্ম সংসদ নেতা মেহেদী হাসান বাদল। প্রধান অতিথি ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, সিনিয়র সহসভাপতি রাকিবুর রহমান খান ফরহাদ এবং উপজেলা যুবদল নেতা সাজিবুজ্জামান রুবেল। এছাড়া আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উক্ত খেলা ছিল দর্শকবৃন্দের জন্যও আকর্ষণীয়। ফাইনালে চৌহাট ফুটবল একাডেমি ধামরাই বালিয়াটি প্যারাডাইস এফ.সি, সাটুরিয়া, মানিকগঞ্জকে ১ গোলে পরাজিত করে জয় লাভ করে। খেলা শেষে বিজয়ী দলের হাতে মোটরসাইকেল ও পুরস্কার তুলে দেওয়া হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন