

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভারত বাংলাদেশের বন্ধু হলে গণহত্যাকারীদের ফেরত দিতো বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জে সাবেক সংসদ সদস্য হানুরুর রশীদ।
রোববার বিকালে চাঁপাইনবাবগঞ্জ শহীদ সাটু হলে জেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।
গঙ্গা ও পদ্মা নদীর ন্যায্য পানি বন্টনের দাবিতে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় হারুনুর রশিদ আরও বলেন, ভারতের একপেশে নীতির কারণে বাংলাদেশ সব সময় শোষিত হয়েছে। কিন্তু ভারতের কাছ থেকে অভিন্ন সমস্যগুলোর কোন সমাধান পাওয়া যায়নি। সীমান্ত হত্যা, পানি সমস্যা বাণিজ্য সমস্যার পাশপাশি এখন যারা বাংলাদেশের শত্রু তারা সবাই ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপরসনের উপদেষ্টা অধ্যাপক শাহজাহান মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানের আরও বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প-বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক মো. আমিনুল ইসলাম, জেলা কৃষকদলের আহবায়ক তসিকুল ইসলাম তসি, শিবগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক আশরাফুল ইসলাম, জেলা বিএনপি নেতা মোঃ নজরুল ইসলাম, জেলা যুবদলের আহবায়ক তবিউল ইসলাম তারিফসহ অন্যরা।
অনুষ্ঠান থেকে পদ্মা নদীতে পানিন ন্যায্য হিস্যার দাবিতে পাঁচ উপজেলায় আলাদাভাবে সমাবেশ করার কর্মসূচি ঘোষণা করা হয়। আগামী ১২ নভেম্বর শিবগঞ্জ উপজেলায় সমাবেশের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হবে।
মন্তব্য করুন